মহান সৃষ্টিকর্তার কৃপায় আধুনিকতার যে বহি:প্রকাশ তার সবটুকুই আবদান স্বাধীন বাংলার মহান স্থাপতি জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলার রুপকার বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সুপ্ত প্রতিভার বিকাশে জনগণের সার্বিক সুবিধা যাতে ঘরে বসে উপভোগ করতে পারে সে লক্ষ্য অর্জনে স্থানীয় সরকারের সর্ব নিম্ন স্তরকে ডিজিটাল বাংলায় রুপান্তর করণ বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের একটি অংশ। এরি ধারাবাহিকতার একটি বহি প্রকাশ পুরাতন জরাজীর্ণ ১নং ভৈরপাশা ইউনিয়ন পরিষদকে ডিজিটাল বাংলায় রুপান্তর করণ।
সুগন্ধা নদীর উত্তর তীরবর্তী ১নং ভৈরপাশা ইউনিয়ন পর্রিষদটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান জনাব এ,কে,এম আব্দুল হক এবং বর্তমান চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহম্মেদ। পরিষদটি নলছিটি উপজেলা পরিষদ থেকে ৫কি:মি উত্তর পশ্চিমে অবস্থিত। যা নলছিটি উপজেলা থেকে বিভাগীয় শহর ও জেলা শহরে যেতে সংযোগ সড়ক হিসাবে ব্যবহার করা হয়। নদী তীরবর্তী লোকজন ছাড়া প্রায় সকল শ্রেণীর লোকজনের জীবন যাত্রার মান সন্তোষজনক।
ভৌগলিকঅবস্থান : ইউনিয়নের পশ্চিম দিকে জেলা শহর ঝালকাঠী উত্তর দিকে নথুল্লাবাদ ইউপি, পূর্বে মগর ইউপি এবং দক্ষিণে আর্শীবাদ পুষ্ট সুগন্ধানদী দ্বারা বেষ্টিত। যদিও সিডর, আইলা, নার্গীস দ্বারা প্রভাবিত হয়ে এই নদী আবার ইউনিয়ন বাসীর দুর্ভোগের কারণ হিসাবে বিবেচিত হয়। অত্র ইউনিয়নটি কৃষি ভান্ডার হিসাবে পরিচিত। এখানকার রবিশস্য ধান সুপারি পান বিশেষ করে আখ এজেলার অধিকাংশ চাহিদা পূরণ করে। নদী খান ডোবায় প্রচুর পরিমানে নানা প্রজাতীর মাছ পাওয়া যায়। এখানে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের লোক মিলে মিশে বসবাস করে।
চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহম্মেদ |
জীবনীঃ
বর্তমান চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহম্মেদ, তিনি ১৫/০৭/১৯৬২ সালে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা-বীর মুক্তিযোদ্ধা মরহুম আজাহার উদ্দিন আহম্মেদ মাতাঃ মোসা: রাহিমা বেগম, তিনি ০১ বার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পূর্বে একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসা ছাড়াও জনগণের সেবা, এলাকার রাসত্মাঘাট, অবকাঠামোর উন্নয়নে কাজ করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে প্রথম বারই বিপুল ভোটে নির্বাচিত হন। নির্বাচিত হয়ে বর্তমান সময় পর্যন্ত বহাল আছেন। ব্যক্তিগত জীবনে ১ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক।
আয়তন ও গঠনঃ
ইউনিয়নের মোট আয়তন ৪২ বর্গ কিলোমিটার। এটি ৯টি ওয়ার্ড, ১৩ টি মৌজা, ১৩ টি গ্রাম নিয়ে গঠিত। ওয়ার্ডের আওতাভুক্ত গ্রামসমূহ
ওয়ার্ড নং | গ্রামের নাম |
০১ | ঢাপড় ,রুপচন্দ্রপুর |
০২ | প্রতাপ |
০৩ | রায়পাশা, ছোট প্রমহর |
০৪ | প্রমহর |
০৫ | ঈশ্বরকাঠী |
০৬ | লক্ষণকাঠী |
০৭ | ষাটপাকিয়া |
০৮ | বহরমপুর, চরষাটপাকিয়া |
০৯ | ভৈরবপাশা, উত্তমাবাদ |
জনসংখ্যাঃ
ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,৭২১ জন (২০০১ সনের আদমশুমারী অনুযায়ী), পুরুষ ৯৮৫৫ জন, মহিলা ৮৮৬৬ জন, মোট খানার সংখ্যা ৩৫৫১ টি। মুসলিম ৮৯.৪২%, হিন্দু ১০.৫৮ %। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৮ %। ওয়ার্ড অনুযায়ী লোক সংখ্যা
ওয়ার্ড নং | জনসংখ্যা | খানার সংখ্যা |
পুরুষ | মহিলা | মোট |
০১ | ৯৮৮ | ৮৩২ | ১৮২০ | ৩৭১ |
০২ | ১০৮৪ | ৯১৪ | ১৯৯৮ | ৩৬৬ |
০৩ | ১১০৯ | ১৯৮৬ | ২০৯৫ | ৩৮৬ |
০৪ | ১১৩৫ | ১০১২ | ২১৪৭ | ৪১৮ |
০৫ | ১১৯৫ | ১০২৯ | ২২২৪ | ৪২৯ |
০৬ | ৮১৪ | ৭৮১ | ১৫৯৫ | ২৪৪ |
০৭ | ১৩৫১ | ১২৮১ | ২৬৩২ | ৫২৭ |
০৮ | ১১৫৮ | ১০৮৬ | ২২৪৪ | ৪৪৪ |
০৯ | ১০২১ | ৯৪৫ | ১৯৬৬ | ৩৬৬ |
প্রাকৃতিক সম্পদঃ
সুগন্ধা নদী, সুতালরী খাল ইত্যাদি।
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠানঃ
শিক্ষার হার ২৯.০৪ % (পুরুষ ১৯.০৪%, মহিলা ১০.০০%)। কিন্ডার গার্ডেন নেই, মোট বিদ্যালয় ১৭টি (সরকারি প্রাথমিক বিদ্যালয় ০৭ টি, বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ০৩ টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ০১টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ০১টি, মাধ্যমিক বিদ্যালয় ০৩টি, দাখিল মাদ্রাসা ০১টি, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ০১ টি।
পেশাঃ
কৃষি ৫৮%, কৃষি শ্রমিক ১২%, দিনমজুর ১২%, ব্যবসা ১০%, চাকুরি ৮%।
শিক্ষক ৩০ জন, আইনজীবি ০১ জন, গ্রাম্য চিকিৎসক ০৪ জন, কবিরাজ ০৪ জন, দলিল লেখক ০১ জন, ইলেকট্রিশিয়ান ০৪ জন, কামার ০২ জন, সুতার ০৮ জন, তৈলজীবি নেই, জেলে ৩০ জন, গোয়ালা ০৫ জন, নাপিত ০৯ জন, ধাত্রী ১০ জন, অন্যান্য ১০০ জন।
শিল্প প্রতিষ্ঠানঃ
শিল্প প্রতিষ্ঠান মোট ৮ টি। অটো রাইস মিল নেই, রাইস মিল ০২ টি, ‘স’ মিল ০৩টি, ইটের ভাটা ০৩টি।
কৃষিঃ
মোট কৃষি জমি ১,৬৯০ হেক্টর। আবাদী জমি ১,০১০ হেক্টর, অনাবাদী জমি ৬৮০ হেক্টর। বর্গাচাষী ৬১০ জন, প্রান্তিক চাষী ১৪৬২ জন, ক্ষুদ্র চাষী ১২২২ জন, মাঝারী চাষী ৫২০ জন, বড় চাষী ৫০ জন। কৃষি ব্লকের সংখ্যা ০২ টি, কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্র নেই, বিসিআইসি সার ডিলার ০১ জন।
সেচ সুবিধাঃ
সেচাধীন জমি ৯২০ হেক্টর। গভীর নলকুপ মোট ১১০টি (হস্তচালিত), অগভীর নলকুপ মোট ১০ টি, পাওয়ার পাম্প মোট ০৮ টি (বিদ্যুৎ চালিত নেই, ডিজেল চালিত ০৮ টি), পাওয়ার টিলার মোট ০৯ টি (বিদ্যুৎ চালিত - টি, ডিজেল চালিত ০৯ টি)।
খাদ্য শস্য পরিস্থিতিঃ
ইউনিয়নে খাদ্যশস্যের বাৎসরিক চাহিদা ৩৮২৮ মেট্রিক টন, উৎপাদন ৯৫২২ মেট্রিক টন, উদ্বৃত্ত ৪১২৭ মেট্রিক টন। প্রধানতঃ ধান, সুপারি, আখ ইত্যাদি ফসল উৎপন্ন হয়।
মৎস্য সম্পদঃ
মোট পুকুর ৩০৬ টি, বেসরকারি পুকুর ৩০৬টি, আয়তন ০.১২ হেক্টর। বিল ও প্রধান প্রধান প্লাবন ভূমি নেই, নদী ০১ টি। বেসরকারি মৎস্য খামার নেই, বেসরকারি মৎস্য হ্যাচারি নেই।
পশু সম্পদঃ
পশু হাসপাতাল নেই, কৃত্রিম প্রজনন কেন্দ্র ও পয়েন্ট নেই, গাভীর খামার নেই, ছাগলের খামার নেই, ভেড়ার খামার নেই, পোল্ট্রি খামার ৩টি, হ্যাচারি নেই।
বনায়ন/বৃক্ষ রোপন কর্মসূচিঃ
এলজিইডি কর্তৃক ১.০০ কিমি ও সংখ্যা ৫০০ টি।
স্বাস্থ্য কেন্দ্রঃ
পরিবার কল্যাণ কেন্দ্র ২টি।
যোগাযোগ ব্যবস্থাঃ
কাঁচা রাস্তা ২৮ কিমি, কার্পেটিং ৮ কিমি, হেরিংবন ১২ কিমি, সলিং ২ কিমি, অন্যান্য -কিমি। নৌ যোগাযোগ নেই/আছে (থাকলে, ০৫ কিমি)। খাল নেই/১০ টি রয়েছে। রেল যোগাযোগ নেই/আছে (থাকলে, -কিমি, রেলষ্টেশন -টি)। খেয়াঘাট ১টি, ফরীঘাট ১টি, ব্রীজ ১টি, কালভার্ট ২৫টি, কাঠের পুল নেই, লোহার পুল ৮টি বাঁশের সাঁকো ৬ টি।
স্যানিটেশনঃ
ইউনিয়নে প্রায় ৯৫% লোক স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করে এনজিওদের তথ্য মতে।
স্মৃতিস্তম্ভঃ
এই ইউনিয়নে উল্লেখ যোগ্য কোন স্মৃতিস্তম্ভ না থাকলেও আমরা পেয়েছি রাজাকার বিহিন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা সম্ভলিত ভৈরবপাশা ইউপি।
পরিবহন সুবিধাঃ
রিক্সা ২৫ টি, ভ্যান ৫ টি, ট্রলি নেই, অটোরিক্সা ১০ টি, অন্যান্য ১০ টি।
পোস্টাল সুবিধাঃ
ডাকঘর ০২ টি, পোস্টাল কোড ৮৪০০ ।
ধর্মীয় প্রতিষ্ঠানঃ
জামে মসজিদ ৪০ টি, পানজেখানা ১৯ টি, মন্দির ০৪ টি, গির্জা নেই, ঈদগাহ মাঠ ০৮ টি, মাজার নেই।
সামাজিক প্রতিষ্ঠানঃ
সমবায় সমিতির সংখ্যা ০২ টি, সমবায় সমিতি ০২টি, কৃষক সমবায় সমিতি নেই, কবরস্থান ৪৮ টি, শ্মশান ০৪ টি, অন্যান্য ০২ টি।
সরকারি/ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানঃ
পল্লীবিদ্যুৎ সমিতি ০১টি, পৌর/ইউনিয়ন ভূমি অফিস ০১ টি, বিবাহ ও তালাক নিবন্ধন অফিস ০১ টি, হাট-বাজার ০২ টি, খোঁয়াড় ০১ টি, মোবাইল টাওয়ার ০২ টি, অন্যান্য ০৫ টি।
সাংস্কৃতিক প্রতিষ্ঠানঃ
স্থানীয় ক্লাব ০৩ টি, অন্যান্য ০৫ টি।
নির্বাচন সংক্রান্তঃ
মোট ভোটার সংখ্যা ৮১৬৪ জন (পুরুষ ভোটার ৪২১৩ জন, মহিলা ভোটার ৩৯৫১ জন)। ভোট কেন্দ্র (জাতীয় সংসদ নির্বাচন ০৪টি, স্থানীয় নির্বাচন ০৯ টি)।
এন,জি,ও, কার্যক্রমঃ
ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক।
সরকারি সাহায্য/সুবিধাভোগীঃ
বিধবা ভাতাভোগী ১৯৬ জন, বয়স্ক ভাতাভোগী ৩৬৯ জন, ভিজিডি কার্ড ভোগী ১৮০ জন, প্রতিবন্ধী ভাতা ভোগী ৩৯ জন, মাতৃত্ব ভাতাভোগী ০৯ জন, মুক্তিযোদ্ধা ভাতাভোগী ৫৩ জন।
১ নং ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের জনবলঃ
চেয়ারম্যান ১ জন, সদস্য ০৯ জন, সদস্যা ০৩ জন (সংরক্ষিত মহিলা আসন), সচিব ১ জন, গ্রাম পুলিশ ১০ জন (দফাদার ০১ জন, মহল্লাদার ০৯ জন), ট্যাক্স আদায়কারী ০৯ জন (উল্লেখ্য কর্মরত ইউপি সদস্য ১০ জন)।
১ নং ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের সেবাসমূহঃ
(১) পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী, (২) পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, (৩) শিক্ষাকার্যক্রম (৪) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কার্যক্রম (৫) কৃষি মৎস্য পশু সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম (৬) মহামারী ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম (৭) কর, ফি, রেট ইত্যাদি ধার্যকরণ ও আদায় (৮) পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত কার্যক্রম (৯) পরিবেশ উন্নয়ন সম্পর্কিত (১০) আইন শৃংখলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম (১১) জন্ম ও মৃত্যু নিবন্ধকরণ (১২) বৃক্ষ রোপন ও সরক্ষণ (১৩) কবরস্থান ও শ্মশান ও অন্যান্য সরকারি সম্পত্তি রক্ষণা বেক্ষণ (১৪) অপরাধ মূলক ও বিপদ জনক ব্যবসা নিয়ন্ত্রন (১৫) মৃত্যু পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রন এবং পশু জবাই নিয়ন্ত্রণ (১৬) খাবার পানির উৎসের দূষণ রোধ (১৭) অগ্নি, বন্যা, শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় তৎপরতা গ্রহণ ও সরকারের সার্বক্ষণিক সহায়তা প্রদান (১৮) ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের মাধ্যমে জনগনকে সহায়তা করা (১৯) সরকার কর্তৃক সময়সময় আরোপিত দায়িত্বাবলী।